ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

কুমিল্লায় বিশ্বজয়ী ৩ কোরআনে হাফেজকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
কুমিল্লায় বিশ্বজয়ী ৩ কোরআনে হাফেজকে সংবর্ধনা

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা তিন হাফেজে কোরআন ও তাদের ওস্তাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।



সংবর্ধিত হাফেজরা হলেন- বিশ্বজয়ী হাফেজদের ওস্তাদ ক্বারী শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারি আবু রাহাত, দুবাই অনুষ্ঠিত ১০৩টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারি তরিকুল ইসলাম ও বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারি সাইফুর রহমান ত্বকী।

স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে ও উপজেলা কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সাভারের মারকাযুত তারবিয়্যাহর মোহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী।  

অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজরা পবিত্র কুরআনের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করেন।  

অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন কোরআনে হাফেজদের হাতে ফুল, ক্রেস্ট ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা তুলে দেন।  

এছাড়াও এ সময় জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ তাদের ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।