শনিবার (৪ মার্চ) বিকেলে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী অলক শর্মা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রওশন এ কথা বলেন। বিরোধী দলীয় নেতার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রোববার (৫ মার্চ) বিরোধী দলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রওশন এরশাদ মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশকে স্বীকৃতিদাতা প্রথম সারির দেশ হিসেবে যুক্তরাজ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও উন্নয়নের অংশীদার।
বিরোধী দলীয় নেতা বাংলাদেশ থেকে যুক্তরাজ্য গমনে ভিসা সংক্রান্ত সমস্যাটি প্রতিমন্ত্রীর নজরে আনেন এবং এ ভিসা প্রক্রিয়া সহজীকরণের জন্য অনুরোধ করেন। জবাবে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী জানান, তারা এ বিষয়ে যথাযথ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অবগত করবেন।
রওশন এরশাদ বলেন, বাংলাদেশ সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। এ ব্যাপারে বাংলাদেশ সরকার, বিরোধী দল ও বাংলাদেশের জনগণ ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী এবং দেশের জনগণ সর্বদাই উদার, সহনশীল, অতিথিপরায়ন।
এ সময় উপস্থিত ছিলেন- ফখরুল ইমাম এমপি, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্ল্যাক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএএএম/এইচএ/