ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

পাহাড় ধসে হতাহতের ঘটনায় রওশন এরশাদের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
পাহাড় ধসে হতাহতের ঘটনায় রওশন এরশাদের শোক পাহাড় ধসে হতাহতের ঘটনায় রওশন এরশাদের শোক

ঢাকা: পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বিরোধী দলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের পাঠানো এক বার্তায় তিনি ‍এ শোক প্রকাশ করেন।

দুই দিনের টানা বর্ষণে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে এখন পযর্ন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে রয়েছেন কয়েকজন সেনা সদস্যও। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শোক বার্তায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, পাহাড় ধসে নিহত হওয়ার ঘটনা দেশে প্রায়ই ঘটেছে। এ সমস্যা নিরসনে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।