মঙ্গলবার (১৩ জুন) দুপুরে বিরোধী দলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
দুই দিনের টানা বর্ষণে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে এখন পযর্ন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শোক বার্তায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, পাহাড় ধসে নিহত হওয়ার ঘটনা দেশে প্রায়ই ঘটেছে। এ সমস্যা নিরসনে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
বিরোধীদলীয় নেতা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এএটি/