ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদকে বিশ্রামে থাকার পরামর্শ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এরশাদকে বিশ্রামে থাকার পরামর্শ ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেলে চিকিৎসকরা তাকে এ পরামর্শ দেন।  

এরশাদের ঘনিষ্ঠ সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।


 
রংপুর সফরকালে গত ২৬ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এরশাদকে রংপুর সেনানিবাসের সিএমএইচ এ ভর্তি করা হয়। সেখানে একদিন থাকার পর  ২৭ সেপ্টেম্বর তার ছাড়পত্র দেন চিকিৎসকরা।  

পরদিন রংপুরে বেশ কয়েকটি কর্মীসভায় যোগদানের কথা থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল করে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
 
পরে গত ২৮ সেপ্টেম্বর ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তিনি। ঢাকায় ফিরেও কোনো কর্মসূচিতে যোগ দেননি এরশাদ।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) গিয়েছিলেন ঢাকা সিএমএইচ-এ। সেখানকার চিকিৎসকরা তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
 
জাপা চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্র বাংলানিউজকে জানায়, বামপায়ে এরশাদ পুরোপুরি শক্তি পাচ্ছেন না। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করছেন তিনি।  

কয়েক বছর আগে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বাম পায়ে চোট পেয়েছিলেন এরশাদ। এরপর থেকে প্রায়ই তিনি ওই পায়ে ব্যাথা অনুভব করেন বলে জানায় সূত্রটি।  
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এসআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।