ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন এরশাদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন এরশাদ

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার (৩০ অক্টোবর) দেশে ফিরছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

ওইদিন সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী প্লেনটি অবতরণ করবে।  

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দলের যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

 

এর আগে গত ১৬ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্যে সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন-পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, নাসরিন জাহান রতনা, মেজর (অব.) মো. খালেদ আখতার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।