সোমবার (৬ নভেম্বর) বাদ আসর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে দলের উদ্যোগে আয়োজিত পবিত্র কোরআন খতম, শোকরানা ও মিলাদ মাহফিলে এ দোয়া কামনা করেন তিনি।
সিঙ্গাপুরে প্রায় দুই সপ্তাহব্যাপী চিকিৎসা শেষে গত ৩১ অক্টোবর দেশে ফিরেন এরশাদ।
রওশন বলেন, আপনাদের সবার দোয়ায় তিনি সুস্থ হয়েছেন। আমি জাতীয় পার্টির সকল নেতাকর্মী এবং দেশবাসীর কাছে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া চাই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবেন।
এতে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ফকরুল ইমাম এমপি, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এম.পি, সৈয়দ আব্দুল মান্নান, এস এম ফয়সল চিশতী, তাজুল ইসলাম চৌধুরী এমপি, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নাসরিন জাহান রতনা এমপি, মেজর খালেদ আখতার (অব.)।
এছাড়াও ছিলেন পার্টির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জিয়াউল হক মৃধা এমপি, মো. নোমান মিয়া এমপি, নুরুল ইসলাম মিলন এমপি, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, আলমগীর সিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, দিদারুল আলম দিদার, সরদার শাহজাহান, মো. এমরান হোসেন মিয়া, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি, শেখ আলমগীর হোসেন, মো. আশ্রাফ সিদ্দিকী, ইয়াহইয়া চৌধুরী এমপি, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক ভুইয়া, ফকরুল আহসান শাহজাদা, মোবারক হোসেন আজাদ, মো. জসিম উদ্দিন ভুইয়া, আমির উদ্দিন আহমেদ ডালু, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান মানছুর, প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু, যুগ্ম-দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, শাহনাজ পারভিন এমপি, পীর ফজলুর রহমান মেজবাহ এমপি, যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লা আসিফ, অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, যুগ্ম-এনজিও বিষয়ক সম্পাদক নিজাম সরকার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, হুমায়ুন খান, গোলাম মোস্তফা, শারমিন পারভিন লিজা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও ছিলেন মো. হেলাল উদ্দিন, একেএম আসরাফুজ্জামান খান, কাজী আবুল খায়ের, মাহমুদ আলম, জাফর উল্লাহ মজুমদার আজাদ, মো. ফারুক আহমেদ, সৈয়দ ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, নাজমুল খান, আজহারুল ইসলাম সরকার, হুমায়ুন কবির শাওন, জয়নাল আবেদীন, মিয়া আলমগীর, খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, আব্দুস সাত্তার, মো. শফিকুল ইসলাম দুলাল, মোহাম্মদ আলী খান, ফজলে এলাহী সোহাগ, তারেক মো. আদেল, মো. সোলায়মান সামি, মো. মামুনুর রহমান, এস এম আল জুবায়ের, মো. মোক্তার হোসেন, মো. দ্বীন ইসলাম শেখ, মো. আবু জামাল খান লিটন, মো. মঞ্জুরুল ইসলাম সাচ্চা, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মজিবুর রহমান সরকার, ইউনুস মৃধা, রিতু নুর, মিনি খান, মন্টি চৌধুরী, লোকমান ভুইয়া রাজু, সৈয়দ মনিরুজ্জামান, শেখ মোহাম্মদ শান্ত, হাবিবুর রহমান, মো. আরিফুল ইসলাম রুবেল, রাঙ্গামার্টি জেলা সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, মোখলেছুর রহমান বস্তু, আব্দুর রহমান বিশ্বাস, জহিরুল ইসলাম মিন্টু।
এতে আরও অংশ নেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান কাজী ওয়াহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোট বিএনএ’র মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, বিএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এইচএ/