ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

রসিকেই জাতীয় নির্বাচনের আলামত: এরশাদ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
রসিকেই জাতীয় নির্বাচনের আলামত: এরশাদ 

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তার আলামত পাওয়া যাবে আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের মাধ্যমে।

তিনি বলেন, এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে পারলে, বর্তমান নির্বাচন কমিশনের ওপর দেশবাসী এবং সব রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি হবে। এ সুযোগ ইসির কাজে লাগবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) তার বনানীস্থ কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ এবং তার শতাধিক অনুসারীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং যোগদানকারীদের মধ্যে ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ।

এরশাদ বলেন, জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হচ্ছেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন ঘটবে। তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

যথাসময়ে সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে হবে। যারা তত্ত্বাবধায়ক সরকারের ধুয়া তুলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ধূম্রজাল সৃষ্টির পাঁয়তারা করছেন তাদের উদ্দেশ্য কখনই সফল হবেনা। আশা করি, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। তিনি যোগদানকারীদের জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে পার্টির জন্য নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান এরশাদ।

এসময় জাতীয় পার্টির নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, পার্টির উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা মো. হেলাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আব্দুর ছাত্তার, মাহমুদ আলম, মিজানুর রহমান, জিয়াউল, বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. লাইজুল ইসলাম, মো. মুজিবুর রহমান, মো. ওরাইদ উদ্দিন অসীম, মো. হাবিবুর রহমান, ডা. আনোয়ার, মো. জাকির হোসেন গাজী, মো. নান্টু লাল মজুমদার, মো. কাঞ্চন আলী খান, মো. পলাশ সরকার, মো. মিরাজ, মো. আমজাদ, মো. সোহেল রমজান, মো. ইসমাইল, মো. আসাদুজ্জামান, মো. আব্দুল কাদের, মো. সাহেদ আলী, মো. লাইবুদ্দিন, মো. ফারুক, মো. মালেক, মো. আমিনুল, একেএম রফিকুল ইসলাম, মো. কাজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।