বৃহস্পতিবার (১৬ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি এ শোক জানান।
শোক বার্তায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, বাজপেয়ীর মৃত্যুতে উপমহাদেশ একজন দেশ প্রেমিক নেতা হারালো।
উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অটল বিহারী বাজপেয়ীর দূরদর্শী উদ্যোগ ও মানবতাবোধ হুসেইন মুহম্মদ এরশাদ গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্মারণ করেন।
এরশাদ বলেন, তিন দফায় বন্ধু প্রতিম ভারতের প্রধানমন্ত্রী হয়ে অটল বিহারী বাজপেয়ী প্রমাণ করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের অকৃত্রিম বন্ধু।
বাজপেয়ীর আত্মার শান্তি কামনা করে এরশাদ তার শোকসন্তপ্ত পরিবারের ও ভারতের শোকার্ত নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসআই/এমএ