ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

নির্বাচন হবে কি-না জানি না: এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
নির্বাচন হবে কি-না জানি না: এরশাদ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি-না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, জাতীয় পার্টি অবাধ-নিরপেক্ষ নির্বাচন আয়োজন চায়।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার নেতৃত্বাধীন ‘সম্মিলিত জাতীয় জোট’র মহাসমাবেশে সভাপতির বক্তৃতায় এরশাদ এ কথা বলেন।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, নির্বাচন হওয়া নিয়ে শঙ্কায় আছি, নির্বাচন হবে কি-না জানি না।

তবে জাতীয় পার্টি অবাধ-নিরপেক্ষ নির্বাচন চায়।  

সুষ্ঠু নির্বাচন হলে জোটগতভাবে সব আসনে নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেও এরশাদ ফের বলেন, তিনশ’ আসনে মনোনয়ন দেওয়া হবে। জাতীয় পার্টিই আবার ক্ষমতায় আসবে। সমাবেশে যোগ দিচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ।  ছবি: শাকিল আহমেদক্ষমতায় এলে জাপার পরিকল্পনা তুলে ধরে চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে চায়। বিচার বিভাগ স্বাধীন করাসহ ধর্মীয় মূল্যবোধ বজায় রাখবে। শিক্ষা পদ্ধতির পরির্বতন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চায় জাপা।

অতীত ইতিহাস তুলে ধরে এরশাদ জানান, তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর অনেক নির্যাতন সহ্য করেছেন। শান্তিতে ঘুমাতেও পারেননি।  

সমাবেশে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, জনগণের কথা চিন্তা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায়। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমএফআই/এইচএ/

** ২১ আগস্ট গ্রেনেড হামলাকে জাতীয় ট্রাজেডি বললেন মওদুদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।