ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

সংলাপ চেয়ে গণভবনে এরশাদের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সংলাপ চেয়ে গণভবনে এরশাদের চিঠি

ঢাকা: সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। 

বুধবার (৩১ অক্টোবর) দুপুরে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় গণভবনে এ চিঠি পৌঁছে দিয়েছেন।  

হুসেইন মুহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অাগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অালোচনা করতেই এ চিঠি দেওয়া হয়েছে।  

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান জোটটির নেতা ড. কামাল হোসেন। এরই পরিপ্রেক্ষিতে ঐক্যফ্রন্টকে বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।  

মঙ্গলবার (৩০ অক্টোবর) সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী চিঠি পাঠান। প্রধানমন্ত্রী তাদের শুক্রবার (২ নভেম্বর) রাতে আলোচনার আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।