ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

দ্বিতীয় দিনেও চলছে জাপার মনোনয়নপত্র বিক্রি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
দ্বিতীয় দিনেও চলছে জাপার মনোনয়নপত্র বিক্রি জাপার মনোনয়নপত্র বিক্রি চলছে, ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য দ্বিতীয় দিনের মতো জাতীয়পার্টির (জাপা) মনোনয়নপত্র বিক্রি চলছে।

সোমবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে জাপার চেয়ারম্যানের রাজধানীর বনানীর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।  চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ওই কার্যালয়ে সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীদের ভিড দেখা গেছে। ভক্ত-সমর্থকদের সঙ্গে নিয়ে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বিক্রি শুরুর প্রথমদিনে ৫৫৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে রোববার (১১ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে জাপার মনোনয়নপত্র বিক্রি শুরু হলে এরশাদ ঢাকা-১৭, রংপুর-৩ ও সাতক্ষীরা-৪ আসনে এ ফরম কেনেন। তার সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে বর্তমান সংসদের বিরোধীদলটির মনোনয়নপত্র বিক্রি। মনোনয়নপত্র বিক্রি শেষ হবে মঙ্গলবারে (১৩ নভেম্বর)।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।