ঘোষিত সময়ানুযায়ী খুলনা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হবে শনিবার (১৭ নভেম্বর) ।
রোববার (১৮ নভেম্বর) সাক্ষাতকার গ্রহণ করা হবে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের।
বুধবার (১৪ নভেম্বর) সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ- এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য চারদিনে মোট দুই হাজার ৪১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন। বুধবার বিক্রি হয়েছে ৪৩২টি মনোনয়ন পত্র। ১১ থেকে ১৩ নভেম্বর মনোনয়ন পত্র বিক্রির সময় নির্ধারণ করা হলেও ভোট গ্রহণের তারিখ পেছানোর কারণে দুদিন সময় বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত করেছে জাতীয় পার্টি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসই/আরআইএস/