ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

আসন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে এরশাদের চিঠি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
আসন নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে এরশাদের চিঠি জাতীয় পার্টি

ঢাকা: নির্বাচনে আসন ভাগাভাগির নিয়ে আলোচনার জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ। 

শনিবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় এ চিঠি পাঠানো হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ চিঠি পৌঁছে দেন।

সুনীল শুভরায় বাংলানিউজকে চিঠির বিষয়টি নিশ্চিত করেন।  

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থেকেই অংশ নেবে জাতীয় পার্টি। জোটবদ্ধ হয়ে অংশ নেওয়া এ নির্বাচনে সমঝোতার মাধ্যমে আসন ভাগাভাগি করা হবে।  

এই আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে আলোচনার জন্য চিঠিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে সময় চেয়েছেন এরশাদ।  

সুনীল শুভরায় বাংলানিউজকে বলেন, আমরা মহাজোটগতভাবে নির্বাচন করবো। আসন সমঝোতার বিষয় আছে। এবিষয়ে আলোচনার জন্য সময় চাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময় ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮ 
এসকে/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।