ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

রংপুরে এরশাদের জন্য দোয়া মাহফিল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
রংপুরে এরশাদের জন্য দোয়া মাহফিল কুলখানিতে জাপার নেতারা। ছবি: বাংলানিউজ

রংপুর: সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার রুহের মাগফিরাত কামনার্থে রংপুরে দিনব্যাপী কুলখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রংপুর জেলা ও মহানগর জাপার আয়োজনে মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে পল্লীবন্ধুর সমাধি অঙ্গনে দিনব্যাপী কুলখানি, বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কুলখানি, বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, বগুড়া-আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম, এরশাদের চাচাতো ভাই সামসুজ্জামান মুকুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, কেন্দ্রীয় সদস্য হাসানুজ্জামান নাজিম, শফিউল ইসলাম সাফি, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামসুল আলম, আজমল হোসেন লেবু, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, মহানগর দলের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান লুসিড, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, রংপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকী, নারী নেত্রী দিলারা বেগম দুলালী, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. মাসুদার রহমান মিলন, সদর উপজেলা দলের সাবেক সভাপতি আতাউর রহমান, মমিনপুর ইউপি নেতা আব্দুর রহমান প্রামাণিকসহ দলের রংপুর জেলার সব উপজেলা, ইউনিয়ন, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সব নেতাকর্মী, এরশাদ ভক্ত এবং সর্বস্তরের মানুষ।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গণেশপুর বায়তুনমামুর জামে মসজিদের খতিব মাওলানা মো. হুসেইন আহমেদ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।