ঢাকা: আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
রোববার (২২ ডিসেম্বর) দলটির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পার্টির নীতি নির্ধারকদের পরামর্শক্রমে পার্টি চেয়ারম্যান দলীয় মনোনীত প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে প্রার্থীতা প্রত্যাহার করার জন্য নির্দেশ দিয়েছেন।
জাতীয় সম্মেলন সফল করার জন্য বাবলুকে এরই মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টি মনে করে, এ মুহুর্তে উপনির্বাচনে অংশগ্রহণের চেয়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে প্রত্যেক নেতাকে বেশি দায়িত্বশীল হতে হবে। সে বিবেচনায় পার্টি এ মুহুর্তে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসএমএকে/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।