১৯৩০ সালের ২০ মার্চ বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম জেলার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মরহুম মকবুল হোসেন।
তিনি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান ১৯৫২ সালে। তিনি ১৯৭৫ সালের ২৪ আগস্ট মেজর জেনারেল পদে উন্নীত হন।
হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে সামরিক শাসন জারি করে রাষ্ট্রক্ষমতায় আসেন। ১৯৮৬ সালে তার প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশে উপজেলা পদ্ধতি চালু করেন। এরপর বিরোধী দলের লাগাতার আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন। গ্রেফতার হয়ে ছয়বছর কারারুদ্ধ থাকেন।
এদিকে, দেশের করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনায় জন্মদিনটি উদযাপন থেকে বিরত রয়েছে তার হাতে গড়া দল জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিবৃতিতে জাতীয় পার্টির চেয়াম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের জানিয়েছেন, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উদযাপনের আয়োজন করা হবে।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এসএমএকে/টিএ