ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে ৩শ’ পর্বে

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১১
প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে ৩শ’ পর্বে

ঢাকা: জনপ্রিয় শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে’ ৩শতম পর্বে পা রাখতে যাচ্ছে।

শুক্রবার বিকেল ৫টা ৩০মিনিটে এনটিভিতে ৩শতম পর্বটি প্রচারিত হবে।

বাংলাদেশে এই প্রথম কোন শিশুতোষ টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ৩০০তম পর্ব উদযাপন করছে।

মুজাহিদুল ইসলাম তুষারের গ্রন্থনা ও পরিচালনায় ‘টিফিনের ফাঁকে’ শিরোনামের স্কুল ভিত্তিক শিশুতোষ এই অনুষ্ঠানটি ২০০৪ সালের ২ জানুয়ারি প্রচার শুরু হয়।

পরিচালক মুজাহিদুল ইসলাম তুষার বলেন, সবুজ, নির্মল, শুদ্ধ, সরল, এগুলো যাদের মাঝে খেলা করে, বসবাস করে সেই সব শিশুদের সঙ্গেই দীর্ঘসময় ধরে কাজ করতে পেরেছি। ৩০০টি পর্বের মাধ্যমে আমরা ৩০০টি স্কুলের শিক্ষার্থীদের কাছাকাছি পৌঁছতে পেরেছি।

গত ৭ মার্চ ২০১১ ঢাকার শিশুমেলায় ৩০০তম পর্বের চিত্রায়ন করা হয়। এসময় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের আঁকা ১০ হাজার ছবি থেকে সেরা ১’শ টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ টেলিভিশনের (কন্ট্রোলার ডিজাইন) শিরিন মহল বন্দনা সেরা আঁকিয়েদের মাঝে সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাণ জুনিয়র জুস এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ফারহান রশিদ, এনটিভি’র মার্কেটিং এর অসিম কুমার দাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।