ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পরী ও রঙিন ফুল‍ ‍| মীম নোশিন নাওয়াল খান

অণুগল্প/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
পরী ও রঙিন ফুল‍ ‍| মীম নোশিন নাওয়াল খান

এক যে ছিল ফুলের গাছ। তার ফুলগুলো দেখতে ছিল পরীর মতো।

সেগুলো সব ছিল অনেক রঙের। সবাই ফুলগুলোকে খুব ভালোবাসত। ফড়িং আর পাখিরা গিয়ে সব জায়গায় তাদের কথা বলত।

এভাবেই একদিন পরীর দেশের একটা পরী জানতে পারল ফুলগাছটার কথা। সে ভাবল, এমন একটা ফুলগাছ তার লাগবেই।

সে তখন উড়ে উড়ে পৃথিবীতে এলো। গাছটাকে সে বলল পরীর দেশের কথা। ফুলগাছও যেতে চাইলো সে দেশে। এরপর পরী তাকে নিয়ে উড়ে গেলো পরীর দেশে।

সেখানে গিয়ে তাকে খুব ভালো মাটিতে লাগালো পরীটা। পানি দিলো, অনেক আদর করলো। তবুও গাছটার অসুখ হলো। তার শরীর এতই খারাপ হতে লাগলো, যে সে আর ভালো করে তাকাতেও পারত না।

সে পরীকে বললো তাকে আবার পৃথিবীতে দিয়ে আসতে। গাছটার এমন শরীর খারাপ দেখে পরী তাকে পৃথিবীতে এনে লাগিয়ে দিলো। ফুলগাছটি তখন সেরে উঠলো। তার ডালগুলো থেকে নতুন পাতা আর কুঁড়ি বেরুলো। অনেকগুলো ফুলও ফুটলো। পরীর সঙ্গে তার ভাব হয়ে গেলো। মাঝে মধ্যেই পরী এসে তাকে দেখে যেত আর তার সাথে গল্প করত। তারা দুজন হাসি আর খুশিতে দিন কাটাতে লাগলো।



বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।