মাগো আমার ভাল্লাগে না ইশকুলেতে যেতে
অঙ্ক স্যার ও বাংলা আপা থাকেন ভীষণ তেঁতে।
ইতিহাসটা শুরু হলে পায় যে গভীর ঘুম
ভূগোলে মন হয়ে যায় ওই আকাশে গুম।
ভাল্লাগে না আসে না ক্যান ছুটির দুপুরবেলা
মাগো আমি খেলতে চাই পড়া পড়া খেলা।
আমি হব খোকন স্যার ছাত্রী আমার তুমি
কি যে দারুণ সময় হবে পালিয়ে যাবে ঘুমই!
আমার মজার ইশকুলটা হবে নদীর তীরে
খেলায় খেলায় পড়া হবে মিষ্টি বাতাস ঘিরে।
ভয় পেয়ো না তোমায় আমি বকব না তো ম্যালা
মাগো আমি খেলতে চাই পড়া পড়া খেলা।
আমার এই ইশকুলেতে ফূর্তি অফুরান
পড়ার সাথে তালে তালে কবিতা আর গান
দেব না তো তোমায় আমি বেশি বাড়ির কাজ
মিলিয়ে যাবে বাতাস ফুঁড়ে শঙ্কা ভয় লাজ।
ছাত্রী খারাপ হলেও তোমায় করব না তো হেলা
মাগো আমি খেলতে চাই পড়া পড়া খেলা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এএ