১.
তিতির পাখি তিতির পাখি
ছোট্টমণি মিতির পাখি,
ডাক দিয়ে যায় কিচিমিচি
খাস কি তুই? চানা, বিচি।
আয়রে আয় আয়রে তিতির
গড়িয়ে দেব টিকলি সিঁথির,
থাকবে থালায় মজার খাবার
গপগপা গপ করবি সাবাড়!
২.
ফুলের বোঁটায় বৃষ্টি ঝরে
টুপটাপ,
মেঘলা মুখে তখন খুকু
চুপচাপ।
সোনা রৌদ্দুর ঝিলমিলিয়ে
যখন ওঠে,
খুশির ঝিলিক দোল খেয়ে যায়
খুকুর ঠোঁটে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এএ।