খুশির হাওয়া হৃদয়মাঝে, উঠছে নেচে মন,
ঈদ আনন্দ তুলল প্রাণে সুখের আলোড়ন।
ঈদের আগের রাত,
মেহেদিরাঙা হাত,
ফুটছে বাজি, হচ্ছে শুরু ঈদের আয়োজন।
কোলাকুলি ঈদগাহে আজ, কেউ নয় আর পর,
ফল-মিষ্টি পৌঁছে দিও অনাহারীর ঘর।
সবার ঠোঁটে হাসি,
দেখতে ভালোবাসি,
ঈদ এভাবেই দিক বইয়ে ধরায় খুশির ঝড়।
পুরো পৃথিবী এক হোক আজ ঈদের খুশি প্রাণে,
ধনী-গরিব সবাই যেন পরকে কাছে টানে,
বাঁধন ভুলে,
হৃদয় খুলে,
ঈদ আনন্দে নাতুক সবাই আনন্দ সুর-গানে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এএ/