১.
ঈদ এসেছে এ-বছরে
শ্রাবণ মেঘের দিনে
বৃষ্টি কি আর খোকাখুকির
ঈদের খুশি চেনে!
মেঘগুলো তাই বৃষ্টি হয়ে
ঝরছে অঝর ধারায়
বৃষ্টি-বারিষ খোকার মনে
অভিমানটা বাড়ায়।
মেঘ হারিয়ে ঝলমলে রোদ
আসবে কবে আকাশে
হাসিখুশির ঈদের আমেজ
বয়ে যাবে বাতাসে।
রোদ্দুরের-ই প্রার্থনাতে
যাচ্ছে সময় পেরিয়ে
রোদ উঠলেই মজা হবে
ইচ্ছে মতো বেড়িয়ে।
২.
আপন-জনে পরিপূর্ণ
বাসা-বাড়ি-ঘর
বৃষ্টি ভেজা ঈদের দিনে
সেলফি তোলার ঝড়।
করছে শেয়ার ফেসবুকে
ঈদ আনন্দের ছবি
অপেক্ষাতে বৃষ্টি থেমে
উঠবে কখন রবি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এএ