চারিদিকে মন্দা হাওয়া
অশুভ ঘূর্ণি পাক
দিন দুপুরে রাস্তাঘাটে
শকুনের হাঁক-ডাক।
সবুজ দ্বীপের কচি পাতা
ছিঁড়ছে যখন আজ
চোখের জলে বুক ভাসিয়ে
কাঁদে শুকনো গাছ।
নানান রকম অত্যাচারের
দেখি বায়োস্কোপ
মায়ের পেটও নয় নিরাপদ
কোথায় ঝাড় ও ঝোঁপ?
চন্দ্র তারা সূর্য্যি মামা
দৃপ্ত লালিমায়-
করবোই জয় এ প্রত্যয়
আয়রে ছুটে আয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এএ।