ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরতের ছবি

মঈনুল হক চৌধুরী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
শরতের ছবি

তুলোট মেঘেরা উড়ে যায় দূরে
কি যে অপরূপ  লাগে,
আকাশের নীল করে ঝিলমিল
মন ছুটে যায় আগে।

বিলে ঝিলে হাসে শাপলা শালুক
সাদা লাল মিলে মিশে,
বাংলার রূপ দেখে হই চুপ
হারিয়ে ফেলি যে দিশে।



সবুজের মাঝে পড়ে গেছে সাড়া
এসেছে নতুন কাল যে,
নদীর বুকেতে তরী ভেসে চলে
হাওয়া ঠেলে দেয় পাল যে।

মুক্ত আকাশে পাখি উড়ে যায়
মেলে দিয়ে দুই ডানা,
ডানা মেলে দিয়ে কতদূর যাবে
আজ নেই তার জানা।

ওই দেখা যায় কাশফুল দোলে
রূপালী নদীর বাঁকে,
রং তুলি নিয়ে আমার এ মন
শরতের ছবি আঁকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।