কুয়েত সিটি: কুয়েতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
কুয়েতে অবস্থি বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৫ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন দূতাবাসে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে দূতাবাসের হলরুমে আলোচনা সভায় রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন প্রথম সচিব (শ্রম) কে এম. আলী রেজা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন প্রথম সচিব আব্দুল জলিল এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী।
দূতাবাসের কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন।
সভায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন বক্তারা। এসময় বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে বিশেষ আলোকচিত্র প্রদর্শন করা হয়।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪