কুয়েত: বৃহস্পতিবার ভোরে আব্বাসিয়া এলাকায় আল-জোহরা কোম্পানিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন শওকত হোসেন নামের এক বাংলাদেশি। শওকত বি. বাড়িয়া জেলার আজমপুর গ্রামের আবুল খায়ের এর পুত্র।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আবদুল লতিফ খান জানান, খবর পেয়ে দূতাবাস কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
এদের অনেককেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। তাদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার ক্ষতিপূরণ সহ মৃত ব্যক্তির মরদেহ দ্রুত দেশে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে আল জোহরা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত আবদুল মান্নান জানান আগুনে একটি কক্ষ জ্বলে সম্পূর্ণ ছাই হয়ে যায়। আহতদের বেশিরভাগই আতঙ্কে লাফালাফি করে বের হতে গিয়ে দুর্ঘটনার কবলে পরেন।
প্রত্যক্ষদর্শীরা জানান মৃতব্যক্তি প্রথমে নিরাপদে বের হতে সক্ষম হলেও পরে আবার মানিব্যাগ আনতে রুমে প্রবেশ করলে অগ্নিদগ্ধ হন।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪