ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়েত থেকে: কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা মাতিয়ে রেখেছেন নিজেদের কমিউনিটিকে। জাতীয় নানা দিবস ছাড়াও শিল্প-সাহিত্য, পৌষ পার্বনসহ নানা উৎসবের আয়োজনে পালিয়ে গেছে মরুর বুকে তাদের প্রবাস জীবনের একঘেয়েমি।



সাতিহ্য, সামাজিক আর নানা সাংস্কৃতিক সংগঠনের বহুমুখী কার্যক্রমে সরব এখানকার প্রবাসীরা।

কেউ নিজের মেধা আর প্রতিভাকে মেলে ধরছেন কমিউনিটির সামনে। কেউবা ভিন্ন ধরনের শিল্পকে লালন করছেন কেবল নিজের পরিবারের গণ্ডিতেই।

তাদের একজন নাসিমা মুকাই আলী। পুরোপুরিই গৃহিণী। তিন ছেলে ওয়ালিদ, ইয়াদ আর ইমাদ মুকাই আলী। ব্যবসায়ী স্বামী লুৎফর রহমান ওরফে মুকাই আলীকে নিয়ে তার সুখের সংসার।

তবে পরিবার ছাড়াও কমিউনিটির কাছে তার পরিচয় বৃক্ষপ্রেমী হিসেবে। নাসিমা মুকাই আলীর শখ নানা জাতের বৃক্ষ সংগ্রহ ও পরিচর্যা। বামন গাছ বা ‘বনসাই’ সংগ্রহও অন্যতম শখ এই বৃক্ষবিলাসীর।

বাসায় গিয়ে দেখা গেলো অদ্ভূত এক বনসাই। যেটি পরিণত হয়েছে প্রকৃতির এক অন্যন্য শিল্পকর্মে।

বহু গাছের ভিড়ে মানব আকৃতির এ গাছ দেখতে অনেকেই ভিড় করেন নাসিমা মুকাই আলীর বাড়িতে।

তিনিও সাদর আপ্যায়নে প্রবাসীদের মুখে তুলে দেন দেশি সুস্বাদু খাবারের স্বাদ।

নাসিমা মুকাই আলী বাংলানিউজকে বলেন, প্রকৃতিই তো জীবন। প্রকৃতির মাঝে মানুষ খুঁজে পায় অপার এক আনন্দ। বলতে পারেন, এ শিল্পকর্ম লালনের মাধ্যমে অপার আনন্দ ভাসিয়ে নিয়ে যায় আমাকে।

আরেকজন প্রবাসী ঢাকার নবাবগঞ্জের শিকারিপাড়া ইউনিয়নের সুজাপুর গ্রামের আল আমিন চৌধুরী স্বপন(৫৫)। কাজ করেন কুয়েত সরকারের ইনটেরিয়র মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করা এই প্রবাসী ইন্টারন্যাশনাল  সিস্টেম ডাইরেক্টরেটে কাজ করছেন পরামর্শক হিসেবে।

একটিই মেয়ে স্বপনের- ছোয়াত চৌধুরী মিতু। পড়ছেন ঢাকার নর্থ-সাউথ ইউনির্ভাসিটিতে।
রাজকর্মচারী হিসেবে কাজের বাইরে স্বপন অবসরে নিজেকে নিয়োজিত রাখেন শিল্প ও সাহিত্যকর্মে। প্রবাসে গড়ে তুলেছেন ‘বাংলাদেশ লেখক ফোরাম’ নামের একটি সংগঠন। ‘পদক্ষেপ’ নামে ইতোমধ্যে ফোরামের মুখপত্রটির ১০টি সংখ্যা বের করেছেন। আগামীতে ‘নজরুল’ সংখ্যা বের করার পরিকল্পনা রয়েছে তার।

আল আমিন চৌধুরী স্বপন ‘বাংলাদেশ অঙ্গন, কুয়েত’ নামের সংগঠনের সঙ্গেও জড়িত। গত ৪ ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসে গুণীজন সন্মাননা, কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে এ সংগঠনটি।

এভাবেই মরুর বুকে শিল্প ও সাহিত্যের নতুন দিনকে বয়ে নিয়ে চলেছেন এই প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
জেডআর/ এএসআর

** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!
** ফেসবুক বন্ধ, খুললো জুতা!
** লেট বিমান!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ