খালেদিয়া (কুয়েত) থেকে: ‘ধরা পড়লে রক্ষা নেই, কুয়েত থাকার সুযোগ নেই’-প্রবাসী অপরাধীদের জন্য এই নীতি মরুভূমির দেশ কুয়েতের। ‘অপরাধী হলে কোনো ছাড় নেই।
নানা অপরাধে ধরা পড়ে দেশটির বিভিন্ন থানা, কারাগার আর ডিপোর্টেশন সেন্টারে আটক রয়েছেন নারীসহ ২'শ ৩২ জন বাংলাদেশি। ভিসা প্রতারণা, ভিসা বাণিজ্য, চুরি, মারধরসহ নানা ধরনের অপরাধের সাজা ভোগ করছেন তারা। তবে সাজা খেটেও রক্ষা নেই। ব্যবসা কিংবা চাকরি ছেড়ে সোজা ফিরে যেতে হবে স্বদেশে।
আর এই যাওয়া মানেই শেষ যাওয়া। কখনোই দেশটিতে আর ফিরতে পারবেন না তিনি।
ধরুন আপনি কোনো রকমে ভিসা যোগাড় করে বিমানবন্দর পর্যন্ত এলেন। যখনই ইমিগ্রশেন কাউন্টারে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ দিতে যাবেন, তখন সার্ভার থেকেই তার অপরাধ কর্মকাণ্ডের সব তথ্য চলে আসবে। ফলাফল বিমানবন্দর থেকেই দেশে ফেরত।
কুয়েতিরা শান্তিপ্রিয়। দাঙ্গা-হাঙ্গামা, হরতাল-ধর্মঘট পছন্দ করে না। তবে মারামারির ঘটনার ব্যাপারে দেশটির পুলিশের অবস্থান জিরো টলারেন্স। যোগ করেন রাষ্ট্রদূত।
‘আসলে আইনের কড়াকড়ি শাসন আছে বলেই দেশটিতে অপরাধ প্রবণতাও কম’ জানিয়ে রাষ্ট্রদুত জানান, অপরাধ প্রবণতার সঙ্গে দেশের ইমেজ জড়িত। ব্যক্তির অপরাধ সামষ্টিক বিবেচনায় প্রবাসীদের অনেক অর্জনকে ম্লান করে দেয়। প্রবাসীদের মনে রাখতে হবে, তারা এখানে কাজ করতে এসেছে, অপরাধ নয়।
এদিকে কারাগারে আটক নারী-পুরুষরা মানবেতর জীবনযাপন করলেও তারা কখন কীভাবে দেশে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।
এদের অধিকাংশেরই ভিসার মেয়াদ না থাকায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। যাদের অনেকেই ছয়-সাত বছর ধরে জেলে আছেন।
কুয়েতের বিভিন্ন কারাগারে সাজা শেষে বেশকিছু বাংলাদেশিকে বহিষ্কারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে তাদের সংখ্যা সুনির্দিষ্ট করতে পারেনি দূতাবাস।
দেশটির মিনিস্ট্রি অব ইনটেরিয়রের একটি সূত্র বাংলানিউজকে জানায়, কেবল বাংলাদেশিই নয়, বিভিন্ন অপরাধে আটকদের মধ্যে রয়েছেন ভারত, শ্রীলঙ্কা, মিসর,পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিকরাও।
কুয়েত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মঈন উদ্দিন সুমন ও মিজান আল রহমান বাংলানিউজকে বলেন, রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন দেশটির বিভিন্ন থানা, কারাগার আর ডিপোর্টেশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এদের মধ্যে অনেকে বিভিন্ন অপরাধের কারণে সাজা ভোগ করছেন, অনেকে বিচারাধীন। তবে আটক নারীদের অবস্থা অবর্ণনীয়। দূতাবাসের আইনি সহযোগিতায় অভিবাসন বিভাগের মাধ্যমে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। যদিও আটকদের অনেকেই দেশে পাঠানোর চেয়ে কুয়েতের কারাগারকেই নিরাপদ মনে করে করেন। তারা থেকে যাওয়ার পক্ষে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএ/
** কুয়েতে একখণ্ড ‘বাংলাদেশ’ বাংলা মার্কেট
** কুয়েতের রাজধানী
** সবার উপর দেশ
** কুয়েতে সবাই এমপি!
** সেই ‘ছোট মানুষটিই’ কুয়েতের বড় ব্যবসায়ী
** কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা
** কুয়েতের ডাক্তার আপা
** ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’
** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
** কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!