ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫ সহোদরকে ভর্তি করানোর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫ সহোদরকে ভর্তি করানোর নির্দেশ

ঢাকা: ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে পাঁচ সহোদরকে ভর্তির নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

ওই পাঁচ শিক্ষার্থীর পক্ষে করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২২ এর ধারা-১২ অনুযায়ী আগে থেকে অধ্যায়নরত শিক্ষার্থীদের সহোদর/সহোদরা ভাই বোনকে ভর্তির জন্য সংশ্লিষ্ট ভর্তি কমিটি আবেদন যাচাই-বাছাই করে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এ পাঁচ জনের ভাই-বোন ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত থাকলেও তাদের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি না করানোয় রিট করা হয়।

রিটের শুনানি শেষে রুল জারি করে এ পাঁচজনকে ভর্তি করানোর নির্দেশনা দিয়েছেন।

পাঁচজন হলেন- তাসফিয়া খান মজলিস, নুসরাত আক্তার সিনহা, শামসুন্নাহার, লামিসা তাসনিম আয়ান ও খালিদ আহমেদ তাজ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।