ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আইন ও আদালত

অনলাইন শপ কিউকমের নামে প্রতারণার মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
অনলাইন শপ কিউকমের নামে প্রতারণার মামলা -ফাইল ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অনলাইন শপ কিউকম.কম লি. এর মালিক মো. রিপন মিয়ার (৩২) নামে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার আমলি আদালতে শহরের ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে ও নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র সাদাফ মোস্তফা বাদী হয়ে এই মামলা করেন।

 

শনিবার (৩১ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল বলেন, সদর উপজেলা আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেলাল হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী সাদাফ মোস্তফা উল্লেখ করেন, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন দেওয়ার কথা বলে কিউকম.কমের মালিক মো. রিপন মিয়া তার কাছ থেকে মোট ৪ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা নিয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি মোটরসাইকেল ও মোবাইল ফোন দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। এ অবস্থায় বাদী বারবার তাগাদা দিলেও ওই টাকা তিনি ফেরত দেননি। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর গত ১৫ ডিসেম্বর টাকা দিতে অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।