ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে নির্যাতন: ডিবির এডিসি শাহাদাতের নামে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
স্ত্রীকে নির্যাতন: ডিবির এডিসি শাহাদাতের নামে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

সোমবার (৯ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরুজা পারভীন এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে এ মামলা করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান মামলাটি তদন্ত করে শাহাদত হোসেন সুমনের নামে স্ত্রীকে মারধরের অভিযোগে প্রতিবেদন দাখিল করেন।  

তিনি বলেন, তবে যৌতুকের বিষয়টি এখানে উঠে আসেনি। আমরা যৌতুকের জন্য নির্যাতনের বিষয়টি আদালতকে অবহিত করে তা আমলে গ্রহণের আবেদন করি। একইসঙ্গে আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত দুই আবেদন গ্রহণ করেন এবং আসামির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।