ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কারমাইকেল কলেজের হোস্টেলে ঢুকে বহিরাগতদের হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
কারমাইকেল কলেজের হোস্টেলে ঢুকে বহিরাগতদের হামলার ঘটনায় মামলা

রংপুর: রংপুর কারমাইকেল কলেজের হোস্টেলে ঢুকে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কারমাইকেল কলেজ জিএল হোস্টেলের প্রভোস্ট সিরাজুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনের নামে অভিযোগ দায়ের করেন।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কারমাইকেল কলেজের বাংলা মঞ্চের সামনে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের আহসান নামে এক শিক্ষার্থীর সঙ্গে বহিরাগতদের কথা-কাটাকাটি হয়। এরই জেরে বিকেলে বহিরাগতরা ওই শিক্ষার্থীর ওপর হামলা চালায়। বিষয়টি জানতে পেরে অন্য শিক্ষার্থীরা বহিরাগতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫০ থেকে ৬০ জন বহিরাগত ছেলে দেশীয় অস্ত্র নিয়ে এসে ক্যাম্পাসের জিএল হোস্টেলে হামলা চালায়।

এ সময় তারা কয়েকটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আকিমুল ইসলাম ইমন নামে এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিকে রাতে হামলাকারীদের গ্রেফতার, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।  

তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারমাইকেল কলেজ এলাকায় পুলিশি নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।