ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
নাটোরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন  প্রতীকী ছবি

নাটোর: নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে সোহাগী বেগম নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ২টার দিকে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত সোহাগী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাইফুল ইসলামের স্ত্রী।  

নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ০৭ ফেব্রুয়ারি সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদরের নারায়ণপুর এলাকায় অভিযান চালায়। সে সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি লেগুনা গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি করলে সোহাগী বেগমের হাতব্যাগ থেকে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তাকে আটক করে এ বিষয়ে নাটোর থানায় মামলা দেওয়া হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক বৃহস্পতিবার এ রায় দেন। বিচারক রায়ে উল্লেখ করা হয়, দণ্ডপ্রাপ্ত সোহাগী বেগমের আগের হাজত বাস এ দণ্ড থেকে বাদ যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।