ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ৩০, ২০২৩
টাঙ্গাইলে মাদক মামলায় নারীর যাবজ্জীবন প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় লিপি বেগম (৩৭) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩০ মে) বিকেলে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহারিয়ার খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিপি জেলার মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী সওদাগর পাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ২০২২ সালের ০৬ মার্চ লিপিকে মির্জাপুরে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি দল। সেই সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ২ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ওইদিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল আল-মামুন ২০২২ সালের ১৮ এপ্রিল লিপির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
গ্রেপ্তার হওয়ার পর থেকে লিপি কারাগারে ছিলেন। মঙ্গলবার রায় ঘোষণার পর তাকে টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আলী ও আসামিপক্ষে ছিলেন আনোয়ার রহমান।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।