ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চাঁদপুরে পৃথক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
চাঁদপুরে পৃথক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

চাঁদপুর: পৃথক মামলায় দুই নারীকে হত্যার দায়ে তাদের স্বামীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জারিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পর্যায়ক্রমে পৃথক দুটি মামলার রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।

আদালত সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের রামদাসদী গ্রামে কিস্তির টাকা পরিশোধকে কেন্দ্র করে স্ত্রী সালমা বেগমকে (২২) গলা টিপে হত্যা করেন বায়েজীদ খান বাবুল (২৮)। ২০১৭ সালের ১১ জানুয়ারি মধ্যরাতে ঝগড়ার একপর্যায়ে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় সালমার বাবা আব্দুল লতিফ মিজি বাদী হয়ে ওই দিনই চাঁদপুর সদর মডেল থানায় বাবুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ বাবুলকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া তদন্ত শেষে ওই বছরের ৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে আদালত ১৩ জনের সাক্ষ্য নেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।  

অপরদিকে হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামে যৌতুকের টাকা না পেয়ে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাতে স্ত্রী সাহিদা বেগম মুক্তাকে (৩৬) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন স্বামী হাসান সর্দার (৩৮)। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠায়। এ ঘটনায় মুক্তার ভাই মো. সোহাগ মজুমদার (৩৫) বাদী হয়ে পরদিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর হাজীগঞ্জ থানায় হাসান সর্দারকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় হাসান গ্রেপ্তার হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীদ হোসেন তদন্ত শেষে ওই বছরের ২৩ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে আদালত ১৯ জনের সাক্ষ্য নেন। অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় দেন আদালত।

উভয় মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটির (এপিপি) মোক্তার আহমেদ অভি।  

আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম মর্তুজা ও লিগ্যাল এইডের আইনজীবী শফিকুল ইসলাম ভুঁইয়া।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।