ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জামায়াত নেতা মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
জামায়াত নেতা মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা: নাশকতার মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী সম্প্রতি এ পরোয়ানা জারি করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ আগস্ট) সিএমএম আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।  

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর দুইজন হলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগরের দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন।

মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম জানান, আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। তবে নির্ধারিক সময় অতিক্রান্ত হওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা আসামিদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।  

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় মোট ৩১ আসামি রয়েছে। এদের মধ্যে সাদেকুর ইসলাম নামে একজন কারাগারে আটক আছেন। এছাড়া অপর আসামিরা জামিনে রয়েছেন।  ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯ টায় মতিঝিল থানাধীন এলাকায় জামায়াতে ইসলামীর ৪/৫শ নেতাকর্মী জনতাবদ্ধ হয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সরকারে কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশ্য আঘাতসহ গুরুতর জখম করে। এ ঘটনায় মতিঝিল থানার উপ পরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।