ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়ায়
স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ: স্ত্রীর মুখমণ্ডল এসিডে ঝলসে দেওয়ায় সিরাজগঞ্জে সাইফুল ইসলাম (৩৫) নামে এ ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন।

সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।  

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।  

মামলার বিবরণে জানা যায়, সাইফুল তার স্ত্রী সালমা খাতুনকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। এরই জের ধরে ২০১৬ সালের ১৬ নভেম্বর রাত দেড়টার দিকে ঘুমন্ত সালমার গায়ে এসিড ছুড়ে পালিয়ে যান সাইফুল। এতে সালমার মুখ ও বুকের অনেকটা ঝলসে যায়। এসময় সালমার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাকে দ্রুত বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। এ ঘটনায় ভিকটিম সালমার বাবা ছলেমন ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন বিচারক।

অতিরিক্ত পিপি জেবুন্নেছা আরও জানান, অর্থদণ্ডের টাকা আদায় করে ভিকটিম সালমা বেগমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।  

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।