সিলেট:সিলেটে মাদক মামলায় আপ্তাব উদ্দিন (২৮) নামে এক আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৩০ অক্টোবর) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আপ্তাব উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার গ্রামের জমসিদ আলীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৫ জুন র্যাবের অভিযানে গোয়াইনঘাটের পীরেরবাজার থেকে ভারতীয় ১৯৭ বোতল ফেনসিডিলসহ আপ্তাব উদ্দিনকে আটক করে র্যাব। এ সময় অপর দুই অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় র্যাব-এর ডিএডি আতাউর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা করেন। তদন্তকালে আমিনুল ইসলাম আমিন ও বিল্লালের সংশ্লিষ্টতা পান তদন্তকারী কর্মকর্তা।
২০২২ সালের ২৬ জুলাই আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র (নং-১৮১) আদালতে দাখিল করা হয়। একই বছরের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৩ জন সাক্ষির মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এনইউ/জেএইচ