ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে একজনের যাবজ্জীবন

কক্সবাজার: কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবা পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



সোমবার (৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি উখিয়ার পালংখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের থাইংখালী রহমত বিল এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. শাহজাহান (৩৮)। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি ফরিদুল আলম বলেন, ২০২২ সালে পালংখালী রাস্তার ওপর থেকে দেড় লাখ ইয়াবাসহ শাহজাহানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । পরে র‌্যাব বাদী হয়ে মামলা করে। এ মামলায় আজ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।