ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টে এ রিট করেছেন বলে জানিয়েছেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) হাফিজ উদ্দিন আহমদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। তার লাগেজও উঠে গিয়েছিল প্লেনে। কিন্তু তিনি উঠতে পারেননি। এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার ভারতের ফোরর্টিস হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল হাফিজ উদ্দিন আহমদের।
হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, দিল্লির একটি হাসপাতালে বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা। সেজন্য তিনি আজ (মঙ্গলবার) দুপুরের দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান। তার মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাকে অপেক্ষা করতে বলে। পরে তাকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এরপর তিনি বাসায় ফিরে যান।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
ইএস/এসআইএস