ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আইন ও আদালত

বিএনপি নেতা জুয়েল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
বিএনপি নেতা জুয়েল কারাগারে

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ এপ্রিল) ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জুয়েলের আইনজীবী ইলতুতমিশ সওদাগর এ্যানি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরনো দুই শতাধিক মামলার মধ্যে পাঁচটি মামলায় সাড়ে ১৫ বছর সাজা দেন আদালত।

এছাড়া পুরনো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এসব মামলায় আদালতে আত্মসমর্পণ করলে পল্টন থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। ওই দুটি মামলাতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।