ঠাকুরগাঁও: হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় গ্রেপ্তারকৃত ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জানা যায়, সুজনকে রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রথমে চাঁদাবাজি ও ভূমি দখলের মামলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
পরে হত্যা মামলায় তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে তিনি তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চাঁদাবাজি ও জমি দখলের মামলার বাদী মো. হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি কিনেছিলেন তিনি। কিন্তু সাবেক এমপি ও তার লোকজন ক্ষমতার জোরে অর্ধশতাধিক একর জমি দখল করে নেন। শুধু তাই নয়, তার কাছে ১০ কোটি টাকা চাঁদাও দাবি করা হয়। এ মামলায় সাবেক দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
সাবেক এ এমপির নামে হত্যা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত চারটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসআই