ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাতক্ষীরায় শেখ হাসিনার নামে করা মামলার আবেদন খারিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
সাতক্ষীরায় শেখ হাসিনার নামে করা মামলার আবেদন খারিজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) সাতক্ষীরা আমলি আদালত-২ এর বিচারক মো. সালাউদ্দীন মামলাটি আমলে না নিয়ে ২০৩ ধারা মোতাবেক খারিজ করে দেন।

এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার চেষ্টার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর মামলাটির আবেদন করেছিলেন জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম।
 
আবেদনটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছিলেন বিচারক।

মামলার বিবরণীতে তিনি শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যা দেন। সেই সঙ্গে তিনি আবেদনে হাসিনার বিরুদ্ধে ড. ইউনূস ও খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশাকারী হিসেবে অভিযোগ তোলেন।

সাতক্ষীরা আমলি আদালত-২ এর পেশকার রিজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।