ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতির জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতির জামিন মঞ্জুর

বরিশাল: বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের মামলা বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েতউদ্দিন সেরনিয়াবাত সুমনকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. আবু তাহের তাকে জামিন দেন বলে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান।

এর গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা করার মামলার আসামি হিসেবে গত ২৪ সেপ্টেম্বর ঢাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।