ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চাঁদপুরে কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে দুই যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
চাঁদপুরে কিশোরী ধর্ষণ ও হত্যার দায়ে দুই যুবকের যাবজ্জীবন

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া বড় হায়াতপুর গ্রামের এক কিশোরীকে (১৫) ধর্ষণ ও হত্যার দায়ে নুর আলম (২৬) ও সজীব হোসেন (১৯) নামে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এ রায় দেন।

এছাড়া ২০১/৩৪ ধারায় আসামিদের আরও সাত বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের উভয় সাজা একসঙ্গে চলবে।  

দণ্ডপ্রাপ্ত নুর আলম বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে এবং সজীব হোসেন জেলার ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই শুক্রবার দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে নিজেদের ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানে নুর আলম ও সজীব তাকে প্রথমে ধর্ষণ করেন এবং পরে লোক জানাজানির ভয়ে তাকে হত্যা করে পালিয়ে যান।  

এ ঘটনায় মেয়েটির মা ৩ আগস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।  

মামলাটি তদন্ত করেন কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন।  

তদন্ত শেষে তিনি একই বছর ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেন।  

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল ইসলাম মন্টু বলেন, আদালত ১৭ জনের সাক্ষ্য নেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও রিয়াদ হোসেন মুনতাসির। আসামিপক্ষে ছিলেন মাসুম হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।