ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

৫ সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
৫ সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড

বরিশাল: বরিশালের বাবুগঞ্জের পাঁচ সন্তানের জননীকে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন।

 

সোমবার (১৮ নভেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ রায় দেন বলে বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাবুগঞ্জের ভুতেরদিয়া গ্রামের নরেন চন্দ্র শীলের ছেলে শয়ন চন্দ্র শীল (২১) ও একই গ্রামের মো. আতাহার ফকিরের ছেলে চা দোকানি সুমন ফকির (৩৫)।  

রায় ঘোষণার সময় উভয় এজলাসে উপস্থিত ছিল।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০২২ সালের ১৩ জানুয়ারি ভুতেরদিয়া গ্রামের বাড়ি থেকে কিছু দূরে সন্ধ্যা নদী থেকে পাঁচ সন্তানের জননী মরিয়ম বেগমের বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেঝ ছেলে ইমরান হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক অলিউল ইসলাম ২০২৩ সালের ৩০ এপ্রিল দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক অলিউল ইসলাম বলেন, শয়ন চন্দ্র শীল ও সুমন ফকির গ্রামের ছিঁচকে চুরিসহ নানা অপরাধমূলক কাজ করতো। ধর্ষণ ও হত্যার শিকার মরিয়ম বেগমের এক সন্তানের সঙ্গে বন্ধুত্ব ছিল। এ সুবাদে মরিয়ম বেগমের বাসায় যাতায়াত ছিল। ঘটনার রাতে ছোট ছেলেকে কন্যার কাছে পাঠায়। এ বিষয়টি দেখে চায়ের দোকানি সুমন ফকির। তখন শয়নকে ডেকে নারীকে ধর্ষণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রাতে ঘরে যায়। তখন ওই নারী দরজা না খুললে বেড়া ভেঙে প্রবেশ করে। পরে নারীকে ধর্ষণ করে শয়ন ও সুমন। তখন ওই নারী বিষয়টি জানানোর কথা বললে লাঠি ও বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে নদীতে মরদেহ ফেলে দেয়।
 
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।