ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খন্দকার মোশাররফের বিরুদ্ধে মানহানির মামলা বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
খন্দকার মোশাররফের বিরুদ্ধে মানহানির মামলা বাতিল খন্দকার মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

 বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আওয়ামী লীগপন্থি সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ‘ষড়যন্ত্রের মাধ্যমে’ আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে সরকার।

‘এই প্রধানমন্ত্রীর (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাবাও ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায় তাহলে ’৭৫ এর পরিণতি বরণ করতে হবে। ’

এ ধরনের বক্তব্য বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় দেশবিদেশে শেখ হাসিনার ‘মানহানি হয়েছে’ এবং তিনি ‘নিরাপত্তাহীনতায় ভুগছেন’ অভিযোগ করে ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন এ বি সিদ্দিকী।

২০১৪ সালের ২৭ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আতাউল হক এ মামলায় অভিযোগ গঠন করেন। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খন্দকার মোশাররফ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
ইএস/এসআইএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।