বেআইনি সমাবেশ দণ্ডবিধির একটি গুরুতর অপরাধ হিসেবে অভিহিত হয়েছে। এই অপরাধের ফলে জনস্বার্থ ও শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে।
তাই দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনি সমাবেশের বিধানগুলো বিস্তারিত বলা আছে। জনস্বার্থের পরিপণ্থি অবৈধ গণ সমাবেশ প্রতিরোধ করে জনস্বার্থ সংরক্ষণ করাই এই ধারার মূল প্রতিপাদ্য।
পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ বলে অভিহিত হয়, যদি সেই সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্য হয়:
- অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সরকার বা আইন পরিষদ বা কোনো সরকারি কর্মচারীকে তার অাইনানুগ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে বাধার দেয়া
- কোনো আইন বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা
- কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অপরাধ অনুষ্ঠান করা
- কোনো ব্যক্তির প্রতি অরপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে কোনো সম্পত্তি দখল বা অর্জন করা, অথবা কোনো ব্যক্তিকে রাস্তার অধিকার বা পানির অধিকার বা পানির ব্যবহার অথবা তার দখল বা অধিকারভূক্ত অন্য কোনো অধিকার থেকে বঞ্চিত করা
- অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে কোনো ব্যক্তিকে, যা সম্পাদন করার জন্য সে আইনত বাধ্য না, তা করতে বাধ্য করা অথবা যা সম্পাদন করার জন্য তার অাইনানুগ অধিকার রয়েছে তা সম্পাদন করা থেকে তাকে বিরত করা
উল্লেখ্য, কোনো সমাবেশ প্রথমেই বেআইনি নাও হতে পারে, পরে তা বেআইনি সমাবেশে পরিণত হতে পারে।
একটি সমাবেশ কখন বেআইনী সমাবেশে পরিণত হয়
- অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কিংবা অপরাধমূলক বল প্রয়োগের হুমকির মাধ্যমে ভীতি প্রদর্শন করে সরকার বা আইন পরিষদ বা কোনো সরকারি কর্মচারীকে তার আইনানুগত ক্ষমতা প্রয়োগের ব্যাপারে বাধা সৃষ্টি করা
- যদি সংশ্লিষ্ট জমায়েতটি আইন প্রয়োগে বাধা সৃষ্টি করে বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা প্রদান করে
- যদি পাঁচ বা ততোধিক ব্যক্তির সংশ্লিষ্ট জমায়েতটি কোনো ক্ষতিকর বা অনিষ্টকরা কাজ বা অনধিকার প্রবেশ অথবা অন্যবিধ অপরাধ সংঘটন করে
- কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ করে অথবা অপরাধমূলক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করে কোনো সম্পত্তির অধিকার অর্জন করা অথবা কোনো ব্যক্তিকে পথের অধিকার বা পানীয় ব্যবহার অথবা অন্য কোনো অধিকার থেকে বঞ্চিত করা
- অপরাধমূলক বল প্রয়োগ করে অথবা অপরাধমূলক বল প্রয়োগের হুমকি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে সে আইনত বাধ্য নয় এমন একটি কাজ করতে বাধ্য করা বা যা করার জন্য তার আইনানুগ অধিকার আছে তা করা হতে তাকে বিরত করা
উপরোক্ত বিষয়গুলো উপস্থিত থাকলে আইন-শৃঙ্খলা বাহিনী যুক্তিসঙ্গত বল প্রয়োগ করে তা বিঘ্নিত করতে পারে।