রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় অবস্থিত জিন্দা পার্ক রক্ষার্থে প্রয়োজনে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন স্থানীয় জনগণ।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে অগ্রপথিক পল্লী সমিতির মালিকানাধীন পার্কটির সামনে অবস্থান নিয়ে এ হুমকি দিচ্ছেন তারা।
এসময় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সভাপতি আবু নাসের খান, যুগ্ম সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য, পবা নেতা এমএইচ পল্টন, লানিক মোরন, অধ্যাপক নুর মোহাম্মদ, মিহির বিশ্বাস প্রমুখ উপস্থিত রয়েছেন।
পবা সভাপতি আবু নাসের খান বাংলানিউজকে বলেন, অন্যায়ভাবে রাজউক কর্তৃপক্ষ অগ্রপথিক পল্লী সমিতির নামে থাকা জিন্দা পার্কটি দখলের পাঁয়তারা করছে। পার্কের দখল নিতে এরই মধ্যে পুলিশ পার্কের সামনে অবস্থান নিয়েছে। আর পার্ক রক্ষায় এলাকার হাজার হাজার মানুষ সেখানে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, এলাকার মানুষ তিল তিল পরিশ্রম করে পার্কটি গড়ে তুলেছেন। পুলিশ পার্কে হাত দিলে তারা নিজেদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করবে কিন্তু পার্ক দখল করতে দেবেন না।
পার্কের প্রতিষ্ঠাতা তোবারক হোসেন কুশুম বলেন, জান দেবো তবু পার্ক দেবো না।
দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় জনগণ ও পুলিশ মুখোমুখি অবস্থানে ছিল।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৪