ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন সাজার বিধান রেখে একটি আইন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ।
রিটে বিবাদী করা হয়েছে, শিক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে।
রিট আবেদনে সম্প্রতি পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
আগামী রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানান আইনজীবী ইউনুছ।
ইউনুছ আলী জানান, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষা এবং এমবিবিএস, বিডিএস ও সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন সাজার বিধান রেখে প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণ/দমন আইন প্রণয়নের জন্য আবেদনে নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়াও প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রন/দমন আইন প্রণয়নের নির্দেশনা কেন দেওয়া হবে না, এ মর্মে রুলও জারির আরজি জানানো হয়েছে।
আবেদনে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত দৈনিক মানবজমিন পত্রিকার সংবাদ যুক্ত করা হয়েছে।
রিট দায়ের পর আইনজীবী বলেন, নতুন করে এ আইন না করা হলে শিক্ষা ব্যবস্থায় দেশ ও জাতি কঠিন বিপদের মুখে পড়বে।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের জন্য বিবাদী ও কোচিং সেন্টারগুলো দায়ী।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুন ১০, ২০১৪